ভারতের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে নেই তেম্বা ভাবুমা। বিশ্বকাপ দলের অধিনায়ককে এবার একদিন ও টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। তাঁর বদলে এই দুটি সিরিজে দক্ষিণ আফ্রিকার নেতা মার্কাম। শুধু ভাবুমা নন, ভারতের বিরুদ্ধে রাখা হয়নি বিশ্বকাপে আরও ছয় ক্রিকেটারকে। তাঁদের মধ্যে অবশ্য ভারতের মাটি থেকেই একদিনের ক্রিকেট থেকে অবসর কথা ঘোষণা করে গিয়েছেন কুইন্টন ডি কক।
ভারতের মাটিতে বিশ্বকাপে তেমন কিছু করতে পারেননি ভাবুমা। এমনকী চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচও খেলতে পারেননি। সেই ম্যাচগুলিতে মার্কামই নেতা ছিলেন। তবুও কলকাতায় বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও হারাতে ব্যর্থ হয়েছিলেন ভাবুমা।
তবে, টেস্ট ম্যাচের আগে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে রাখা হয়েছে ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলারের মতো তারকাকে। এই দুটি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে এনগিদি এবং কাগিজো রাবাডাকে।