শেষ বলে ৫ রান বাকি ছিল। আউট হয়ে গিয়েছিলেন আব্দুল সামাদ। স্টেডিয়াম গর্জন করে উঠেছিল। ক্রিকেটাররাও সেলিব্রেশন করা শুরু করেছিলেন। কিন্তু সাসপেন্স তখনও বাকি ছিল। নো বলের সিদ্ধান্ত আম্পায়ার। আর ফ্রি হিটে বাউন্ডারি সামাদের। হেরে যাওয়া ম্যাচে নাটকীয় জয় সানরাইজার্সের।
২১৫ রান তাড়া করতে নেমে ৩৩ রান করেন ওপেনার আনমোলপ্রীত সিং। ৩৪ বলে ৫৫ রান করেন অভিষেক শর্মা। ২৯ ৪৭ রানের ইনিংস আসে রাহুল ত্রিপাঠীর ব্যাট থেকে। ১২ বলে ২৬ রান করেন ক্লাসেন। ১৯তম ওভারে খেলা ঘুরিয়ে দেন গ্লেন ফিলিপস। ৭ বলে ২৫ রান করেন তিনি। এক ওভারেই তুলে নেন ২০ রান। শেষ ওভারে ১৭ রান বাকি ছিল। আর দায়িত্ব নিয়ে খেলা শেষ করে এলেন আব্দুল সামাদ।
আরও পড়ুন: তাড়াহুড়োতে উল্টো ট্রাউজার, মাঠে নামার আগে ভুল করে ফেললেন ঋদ্ধিমান
রাজস্থান রয়্যালসের হয়ে ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন যুজভেন্দ্র চাহাল। কিন্তু সন্দীপ শর্মার শেষ ওভারে রান আটকাতে পারলেন না।