এশিয়া কাপের ফাইনালে মাত্র ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা (Asia Cup Final 2023)। ম্যাচের নায়ক মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এশিয়া কাপের শুরু থেকে তেমন ফর্মে ছিলেন না। কিন্তু ফাইনালের মতো মঞ্চে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপকে ভেঙে গুড়িয়ে দিলেন একাই। দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রেমাদাসা স্টেডিয়ামে ৪ উইকেট তুলে নিলেন। পেলেন মোট ৬টি উইকেট। ৩ উইকেট পান সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya)। ৫০ রানেই ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং।
ভারতের সামনে এমন অসহায় আত্মসমর্পণ করতে হবে, তা বোধ হয় ভাবতেও পারেনি শ্রীলঙ্কা। এদিন টস ঠিক সময় হলেও ঝিরঝিরে বৃষ্টিতে খেলা শুরু করতে একটু দেরি হয়ে যায়। ৩টে ৪০ মিনিটে শুরু হয় ম্যাচ। প্রথম ওভারের তৃতীয় বলেই উইকেট পান জসপ্রীত বুমরা। এরপরই শুরু করেন সিরাজ। প্রথম ওভারে ১ উইকেট নেন তিনি। চতুর্থ ওভারে বল করতে এসে ৪ উইকেট তুলে নেন। শ্রীলঙ্কার চার ব্যাটসম্যান খাতা খোলার আগেই ফেরেন প্যাভিলিয়ানে। কুশল পেরেরা, সামারাউইকরামা, চারিথ আসালাঙ্কা ও দাসুন শনাকা। এই চারজনকেই ফেরান সিরাজ।
আরও পড়ুন: ফাইনালে স্বপ্নের স্পেল সিরাজের, একাই ভেঙে দিলেন শ্রীলঙ্কার ব্যাটিং
সিরাজ ছাড়াও একটি উইকেট পান জসপ্রীত বুমরা। ৩ উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। ৫০ রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।