দীর্ঘদিন পর শ্রীলঙ্কায় ফিরেছে ক্রিকেট। শনিবার ক্যান্ডিতে চির প্রতিপক্ষ ভারত-পাকিস্তানের লড়াই (India vs Pakistan Clash)। আর তার আগে ক্যান্ডিতে তিলধারণের জায়গা নেই। হোটেল, রিসর্ট, হোম স্টে সব ভর্তি। শনিবারের বিরাট-রোহিত বনাম বাবর-শাহিন আফ্রিদিদের লড়াই সামনে থেকে দেখতে উদগ্রীব ক্রিকেটপ্রেমীরা (Cricket Fans)।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দীর্ঘদিন পর শ্রীলঙ্কায় ক্রিকেট ফেরায় উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। দেশের পরিস্থিতি খারাপ ছিল। সেখান থেকে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাওয়ায় হোটেল ব্যবসা ফের ফুলেফেঁপে উঠেছে। গত এক মাস ধরে ক্যান্ডিতে হোটেলের চাহিদা বেড়ে গিয়েছে। হোটেল ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁরা ইন্ডিয়ান স্টাইলে খাবারও তৈরি করছেন। যাতে বিক্রি আরও বাড়ে।
আরও পড়ুন: জুরিখে ডায়মন্ড লিগে স্বপ্নভঙ্গ, দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ চোপড়া
দেশের টালমাটাল পরিস্থিতি ও কোভিডের জন্য শ্রীলঙ্কার অধিকাংশ ব্যবসা ডুবতে বসেছে। এরই মধ্যে এবার সামনে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে ঘরের মাঠে এশিয়া কাপ হওয়ায় খুশি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও।
ভারত-পাকিস্তান (India Pakistan Asia Cup Match) ম্যাচ দেখতে দূর দূর থেকে সমর্থকরা জড়ো হয়েছেন ক্যান্ডিতে। অনেকেই ম্যাচের টিকিট না পেয়ে হতাশ। অনেকে এই ম্যাচের টিকিট না পেয়ে শ্রীলঙ্কা-বাংলাদেশের টিকিট কেটে ফেলেছে।