T20 বিশ্বকাপে খেলানো হোক ঋষভ পন্থকে। এমনই দাবি সুনীল গাভাসকরের। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে ডাক পাননি কে এল রাহুল। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা। ঋষভ পন্থ এখনও পুরোপুরি ফিট নন। দলে রাখা হয়নি। মনে করা হচ্ছে, আইপিএল থেকেই ফিরবেন পন্থ।
স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে সুনীল গাভাসকর জানিয়েছেন, রাহুল ভাল উইকেট কিপার। তবে গাভাসকরের মতে, যদি ঋষভ পন্থ ফেরেন, ওকে অবশ্যই দলে রাখা উচিত। ও যে কোনও ফরম্যাটে গেম চেঞ্জার। তিনি নির্বাচক হলে দলে প্রথমেই পন্থকে রাখবেন বলে জানান গাভাসকর।
T20 ফরম্যাটে চার নম্বরের নিচে কখনও ব্যাট করেননি ঋষভ পন্থ। তাঁর আন্তর্জাতিক T20 ক্রিকেটে স্ট্রাইক রেট ১৩৯.১২।