নতুন ফরম্যাট নতুন নেতা। এতদিন এই সংস্কৃতি বজায় ছিল ভারতীয় ক্রিকেটে। কিন্তু ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নতুন বিপ্লব ভারতীয় ক্রিকেটের। এই প্রথম এক সিরিজে এক নেতার সঙ্গে দুই সহ-নেতা। যা এই ফরম্যাটে নতুন বলেই দাবি প্রাক্তন ক্রিকেটারদের।
বৃহস্পতিবার বিশাখাপত্তনম থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ। এই প্রথম দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব সূর্য কুমার যাদবের উপরে। তাঁর ডেপুটি হিসাবে প্রথম তিনটি ম্যাচে সঙ্গে থাকবেন ঋতুরাজ গাইকোয়াড। আর শেষ দুটি ম্যাচে সূর্যর সঙ্গী শ্রেয়স আইয়ার।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে তরুণ ভারত তৈরিতে উদ্যোগী জাতীয় নির্বাচকরা। সেই কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিনিয়রদের বিশ্রাম দিয়ে, মাঠে নামানো হবে তরুণ ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টি-টোয়েন্টি সিরিজকেই তার প্রস্তুতি হিসাবে ধরা হচ্ছে।