শনিবার মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে দিল্লিকে হারিয়ে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ চলাকালীন, স্টেডিয়ামে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই দলের সমর্থকরা।
সানরাইজার্সকে ঘরের মাঠে গিয়ে হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস। অরুণ জেটলি স্টেডিয়ামে বদলা সম্পূর্ণ করেছে সানরাইজার্স। সেই ম্যাচেই হঠাৎ করে দুই দলের ফ্যানরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
প্রসঙ্গত, দিল্লি ক্যাপিটালসকে ৯ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আট ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এসেছে হায়দরবাদ। ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামার আগে পয়েন্ট তালিকায় একধাপ নিচে নেমে গেল মুম্বই। রোহিতরা ৯ নম্বরে নেমে এলেন। ১০ নম্বরে রয়ে গেল দিল্লি।