ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নায়ক বরুণ চক্রবর্তী। রহস্য স্পিনার বরুণকে সামলাতে হিমশিম খেলেন ফিল সল্টরা। ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট তুলে নেন তিনি। আর তাঁর এই পারফরম্য়ান্সই প্রশ্ন তুলে দেয়, যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি তাঁর জায়গা পাকা হবে!
কুলদীপ যাদব ফিট নয়। ইংল্য়ান্ড সিরিজে তাই সুযোগ পান বরুণ চক্রবর্তী। গত কয়েকবছরে নিজেকে অনেকটাই পাল্টে ফেলেছেন বরুণ। প্রত্যাবর্তনের পর থেকেই দুরন্ত ফর্মে আছেন। তবে ইডেনের পিচও তাঁকে অনেকটাই সাহায্য় করেছে। ম্যাচের সেরা হয়ে বরুণ চক্রবর্তী জানান, ইডেনে এমন পিচ আইপিএলে থাকে। তবে তাঁর মনে হয়েছে, শুধু স্পিন দিয়ে ইংরেজ ব্যাটারদের হারাতে পারতেন না। স্পিনের সঙ্গে বাউন্সও ছিল। তার ফলেই সাফল্য পেয়েছেন বলে মনে করছেন তিনি। ইডেনের পর চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় T20 খেলতে নামবে টিম ইন্ডিয়া। বাকি সিরিজে কেমন পারফরম্যান্স করেন বরুণ, সেদিকে নজর থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। তবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত দল পরিবর্তন করতে পারে কোনও দেশ। তাই এখনও সুযোগ আছে বরুণের কাছে।
বুধবার ইডেনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথম ওভারেই চমক দেন আর্শ্বদীপ সিং। তিন নম্বর বলেই ফেরান ফিল সল্টকে। দ্বিতীয় ওভারে আর্শ্বদীপের শিকার আরও এক ওপেনার বেন ডাকেট। কিন্তু অধিনায়ক জস বাটলার কিন্তু এই পিচে বেশ সচ্ছন্দ ছিলেন। ৪৪ বলে ৬৮ রানের ইনিংস আসে তাঁর ব্যাটে। হ্যারি ব্রুকের সঙ্গে বাটলারের বড় পার্টনারশিপ তৈরি হয়েছিল। সেই সময় বিধ্বংসী পারফরম্যান্স বরুণ চক্রবর্তীর। একই ওভারের তিন ও পাঁচ নম্বর ডেলিভারিতে হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোনকে বোল্ড করেন। আর বড় রান তুলতে পারেনি ইংল্যান্ডের কোনও বড় ব্যাটার। ২০ ওভারে ১৩২ রানেই শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। বরুণ চক্রবর্তী ছাড়াও আর্শ্বদীপ সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, তিনজনই দুটি করে উইকেট তুলে নেন। ইডেনে অভিষেক শর্মার ঝোড়ো ইনিংসে মাত্র ১২.৫ ওভারেই রানতাড়া করে ফেলে ভারত। ৩৪ বলে ৭৯ রান করেন অভিষেক শর্মা।
বুধবার ইডেনে ইংরেজ মিডল অর্ডারকে বিধ্বস্ত করেছেন। বরুণ জানান, তিনি গোটা ম্য়াচ জুড়ে চেষ্টা করেছেন, যাতে ইংল্যান্ডের ব্য়াটারদের আর্কের বাইরে বল রাখা যায়। ইডেনে প্রত্যেকটি ওভার তাঁর কাছে চ্যালেঞ্জিং ছিল বলেই মনে করছেন তিনি। তবে শেষ ওভারে অনেক বেশি ক্রিকেটবুদ্ধি কাজে লাগাতে হয়েছে। বরুণের মতে, তিনি নিজেকে ১০-এর মধ্যে ৭ দেবেন। এখনও অনেক পরিশ্রম করা বাকি আছে তাঁর।
এদিকে সিনিয়র ক্রিকেটারকে