বিরাট কোহলিকে নিজের ছন্দ খুঁজতে হবে। বিরাট কোহলির ওপর আস্থা আছে। ভাল খেলতে না পারলে দলে থাকা প্রশ্ন উঠবে। তবে ফর্মে ফিরতেই হবে বিরাটকে (Virat Kohli)। এমনই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
সৌরভের মতে, "বিরাট নিজেও জানেন, তাঁর যোগ্যতার ধারেকাছে কেউ নেই। ও নিজের মান অনুযায়ী একেবারেই খেলতে পারছেন না। আমার বিশ্বাস, ও ভাল খেলবে। কিন্তু সেই পথ ওকেই খুঁজে বের করতে হবে।" দীর্ঘদিন ধরে ক্রিকেট খেললে ওঠানামা থাকেই। বোর্ড সভাপতি জানান, "খেলায় ভাল-খারাপ সময় আসে। সচিন-দ্রাবিড় থেকে আমি, সবার জীবনেই খারাপ সময় এসেছে। ভবিষ্যতেও আসবে। এটাই খেলার অঙ্গ। তাই মাঠে নেমে শুধু নিজের খেলাটা খেলতে হবে।"
আরও পড়ুন: সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিশেষ সম্মান ব্রিটিশ পার্লামেন্টের
ভারতীয় দলের হয়ে এক বছর ধরে বিরাট যা রান করেছেন, তা সেই মান অনুযায়ী খেলেই অর্জন করেছেন। এমনটাই মনে করেন সৌরভ। সৌরভের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের রান দেখুন। একজন ভাল ক্রিকেটার ছাড়া এটা করা সম্ভব নয়। ও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে অবশ্যই খারাপ সময় কাটিয়ে উঠবে।