আর্থিক বছর শেষ হয়েছে। এর মধ্যেই প্রকাশ্যে এল দেশের খ্যাতনামা আয়করদাতা ক্রিকেটারদের তালিকা। এই তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। বছরের ৬৬ কোটি টাকা আয়কর দেন তিনি। আর কে কত টাকা আয়কর দেন জানেন? রইল তালিকা।
এই তালিকায় ক্রিকেটারদের মধ্যে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। এমনকি দেশের খ্যাতনামা ব্যক্তিদের তালিকায় প্রথম পাঁচে রয়েছেন কিং। ভারতের প্রাক্তন অধিনায়ক বছরে আয়কর দেন ৬৬ কোটি টাকা। তবে, তারকাদের তালিকার প্রথমে রয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান। তিনি আয়কর দেন ৯২ কোটি টাকা।
ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন, মহেন্দ্র সিং ধোনি। প্রায় চার বছর আগে সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন শুধু মাত্র আইপিএল খেলেন তিনি। আর বিজ্ঞাপনের পরিচিত মুখ তিনি। বছরে ৩৮ কোটি টাকা আয়কর দেন মাহি।
তিন নম্বরে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তিনি ২০২৩-২০২৪ আর্থিকবর্ষে আয়কর দিয়েছেন ২৮ কোটি টাকা। আর তালিকায় এরপরেই রয়েছেন তাঁর ওপেনিং সঙ্গী তথা দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বছরে ২৩ কোটি টাকা ট্যাক্স দিয়েছে।
নতুন ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় রয়েছেন হার্দিক পান্ডিয়া আর ঋষভ পন্থ। হার্দিক আয়কর দেন ১৩ কোটি টাকা। আর পন্থ আয়কর দেন ১০ কোটি টাকা। আর দেশের প্রথম পাঁচ আয়কর দাতা শাহরুখ খান, দক্ষিণী অভিনেতা বিজয়। তিনি আয়কর দেন ৮০ কোটি।