বিরাট কোহলিকে 'কিং' কোহলি বলে ডেকেই অভ্যস্ত তাঁর অনুরাগীরা। কিন্তু হঠাৎ করেই বিরাট ভক্তদের কাছে তাঁকে 'কিং' না ডাকার আর্জি জানালেন। কেন এমন আবেদন করলেন তিনি?
আরসিবির আনবক্সিং ইভেন্টের মঞ্চে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিরাট কোহলি-সহ গোটা দল। উপলক্ষ জার্সি উন্মোচন। সেই অনুষ্ঠানেই বিরাট ভক্তদের বলেন, আমায় 'কিং' ডাকা বন্ধ করো'।
আরও পড়ুন- ভোটের আগে শুরু হতে পারে আইপিএলের দ্বিতীয় পর্ব, ফাইনাল সম্ভবত ১৯ মে
একইসঙ্গে তিনি জানান, 'আমি ফাফ ডু'প্লেসিকে বলছিলাম, এই ডাক শুনলে আমি বিব্রত হই। আমায় শুধু বিরাট ডাকো। এটা খুব বিব্রতকর।'