ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। 'বাজবল' যুগে সবথেকে বড় হার বেন স্টোকস ব্রিগেডের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকাতেও শীর্ষে চলে এসেছে ভারত। ম্যাচের পর প্রাক্তন ইংরেজ অধিনায়ক নাসের হুসেন জানিয়েছেন, বাজ়বল-যুগে সব বিভাগেই ভারতের বিরুদ্ধে হারতে হয়েছে ইংল্যান্ডকে।
নাসের হোসেন স্কাই স্পোর্টসে জানিয়েছেন, "বাজ়বল নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা ওই বাজ়বল নিয়েই মেতে ছিলাম। টিমে তার প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে খেলতে গেলে ব্যক্তিগত পারফরম্যান্স কাজে লাগে।"
প্রাক্তন ইংরেজ অধিনায়ক স্কাই স্পোর্টস বলেন, "জেমস অ্যান্ডারসন ধর্মশালায় ৭০০তম উইকেট নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন ১০০তম টেস্টে ৯ উইকেট নিয়েছেন। অ্যাসেজ সিরিজ খারাপ যাওয়ার পর জিমি চেয়েছিলেন, রানার আপ স্পিড বাড়াতে। সেটাই কাজে লেগেছে।"