সিরিজের মাঝেই ভারত ছাড়ছে ইংল্যান্ড দল। এমনটাই দাবি বেশ কয়েকটি সংবাদমাধ্যমের। কিন্তু কেন ? কারণ হিসাবে জানা গিয়েছে, রাজকোট টেস্ট শুরু হতে হাতে আরও ১০ দিন মতো সময় আছে। আর এই সময়ে নিজেদের নতুন করে প্রস্তুত করতে চায় ইংল্যান্ড।
তবে ভারত থেকে উড়ে লন্ডন নয়। বেন স্টোকসরা ফিরছেন তাঁদের বেস আবু ধাবিতে। সেখানেই ভারতের বিরুদ্ধে সিরিজ জেতার পরিকল্পনা তৈরি করবেন ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। বিশাখাপত্তনমে ভারতের কাছে ১০৬ রানে হার, ধাক্কা দিয়েছে ইংল্যান্ড শিবিরকে।
মনে করা হচ্ছে রাজকোটেও বেশ কিছু পরিবর্তন করতে পারে ইংল্যান্ড দল। প্রথম দুটি টেস্টে ভারতের বিরুদ্ধে ম্যাচ বার করতে স্পিনারদের অস্ত্র করেছিলেন স্টোকস। রাজকোর্টের পিচকে মাথায় রেখে ফের দলে ফিরতে পারেন মার্ক উড।