বৃহস্পতিবার থেকে শুরু ক্রিকেট উৎসব। আবু ধাবিতে শুরু হয়ে গেল মেয়েদের T20 বিশ্বকাপ। এবার মহিলাদের বিশ্বকাপে অংশ নিয়েছেন ১৫০ জন ক্রিকেটার। T20 বিশ্বকাপের নবম সংস্করণে এবার একাধিক পরিবর্তন এনেছে আইসিসি। শুক্রবার বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। স্মৃতি-হরমনপ্রীতদের প্রতিপক্ষ নিউজিল্য়ান্ড।
এবার বাংলাদেশে মেয়েদের T20 বিশ্বকাপের আসর বসার কথা ছিল। কিন্তু গত কয়েকমাসে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তার আগেই মেয়েদের T20 বিশ্বকাপ সরানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে আইসিসি। আবু ধাবির শারজা ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে T20 বিশ্বকাপের সব ম্যাচ। ১০টি টিম ২৩টি ম্যাচ খেলবে। এবার মহিলাদের T20 বিশ্বকাপে প্রথমবার অংশ নিচ্ছে স্কটল্যান্ড।
এবার মহিলাদের T20 বিশ্বকাপে পাঁচটি করে দল দুটি গ্রুপে নামছে। প্রথম গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। দ্বিতীয় গ্রুপে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড। গ্রুপ বি-র অন্যতম সেরা ম্যাচ আগামী রবিবার ৬ অক্টোবর। এদিন পাকিস্তানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। ১৩ অক্টোবর অ্যালিস হেলির অস্ট্রেলিয়ার মুখোমুখি দীপ্তি শর্মা, স্মৃতি মান্ধানারা।
এবার T20 বিশ্বকাপে কাদের দিকে নজর থাকবে! সংযুক্ত আরব আমিরশাহিতে পাঁচ মহিলা ক্রিকেটারকে নিয়ে স্বপ্ন দেখছে ক্রিকেটদুনিয়া।
বেথ মুনি
অস্ট্রেলিয়া টিমের অন্যতম অভিজ্ঞ ওপেনার বেথ মুনি। ছবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শেষ তিনবার অজি ব্রিগেড টিমে ছিলেন। এবারও আবু ধাবিতে দলের অন্যতম সদস্য তিনি। তাঁর পারফরম্যান্সের দিকে নজর থাকবে।
দীপ্তি শর্মা
বোলিংয়ে ভারতীয় দলের অন্যতম অস্ত্র দীপ্তি শর্মা। শুধু বোলিং নয়, ভারতীয় দলে অলরাউন্ড পারফরম্যান্সে সাহায্য করবেন দীপ্তি। আইসিসির T20 বোলিং ব়্যাঙ্কিংয়ে ২ নম্বরে আছেন দীপ্তি। বিশ্বের তৃতীয় সেরা অলরাউন্ডার তিনি।
সোফি একলেস্টোন
ইংল্যান্ডের স্পিনার সোফি একলেস্টোন এবার বিশ্বকাপে নজরে থাকবেন। তিনি আইসিসি T20 ব়্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার। তাঁর স্পিন সামলানো যে কোনও প্রতিপক্ষ টিমের কাছেই চাপ।
হেইলি ম্যাথিউ
মাত্র ১৮ বছর বয়সে অভিষেক। ২০১৬ T20 বিশ্বকাপের ফাইনালে ৪৫ বলে ৬৬ রান করেন। তাঁর রানে ভর করেই ২০১৬ সালে ইডেন গার্ডেন্সে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।
ভিষ্মী গুণারত্নে
শ্রীলঙ্কার ক্রিকেটার ভিষ্মী গুণারত্নে। মাত্র ১৬ বছর থেকে শ্রীলঙ্কা টিমে খেলেন তিনি। তবে সদস্য পারফরম্যান্স ফিরে পেয়েছেন। ২ বছর আগে অনূর্ধ্ব ১৯ মেয়েদের টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স করেছেন। এবার বিশ্বকাপে নিজেকে মেলে ধরার সঠিক মঞ্চ গুণারত্নের সামনে।