নতুন টিম হিসেবে টুর্নামেন্টে এসেছিল। সেখান থেকে প্রথম টিম হিসেবে আইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্স (Gujarat Titans)। ফাইনালে টিমের হয়ে সেরাটা দেওয়ার অপেক্ষায় ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ও মহম্মদ শামি (Mohammad Shami)।
গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে (IPL 2022) ওপেন করতে নেমে বেশ সফল ঋদ্ধি। পরপর রানও এসেছে তাঁর ব্যাট থেকে। কিন্তু আইপিএলের আগে থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি। সম্প্রতি রঞ্জির নকআউটে দলঘোষণার পর বাংলা টিমে না খেলার আবেদন করেছেন। সিএবির পক্ষ থেকে ঋদ্ধিকেও ছেড়ে দেওয়া হয়েছে। ইডেনে প্লে-অফে রান পাননি। তারপর বাংলার হোয়াটসঅ্য়াপ গ্রুপও ছেড়ে দিয়েছেন ঋদ্ধি। এতকিছুর পর এবার সামনে আইপিএল ফাইনাল। রাজস্থানের (Rajasthan Royals) বিরুদ্ধে বড় রানই পাখির চোখ ঋদ্ধির।
আরও পড়ুন: বাটলার বনাম মিলার, আইপিএলের মেগা ফাইনালে কেন নজরে এই দুই বিদেশি
এদিকে গোটা টুর্নামেন্টে তেমন ভাল ফর্মে দেখা যায়নি বাংলার আরেক ক্রিকেটার মহম্মদ শামিকেও। ফাইনালে জ্বলে ওঠার অপেক্ষায় শামিও। এবার টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৫ ম্যাচে ১৯ উইকেট পেয়েছেন শামি। এই ম্যাচে বাটলারের উইকেট তুলে নিয়ে গুজরাটের চাপ হালকা করতে চান মহম্মদ শামি।