তাঁকে হুমকি দিয়েছিলেন যে সাংবাদিক, তাঁর নাম ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) জানিয়ে দিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)।
বাংলার উইকেটরক্ষকের মন্তব্যের প্রেক্ষিতে তিন সদস্যের কমিটি গড়ে দিয়েছিল বোর্ড। সেই কমিটির কাছে ওই সাংবাদিকের সম্পর্কে বিশদে জানালেন ঋদ্ধি।
শনিবার বোর্ডের তৈরি করা কমিটির সঙ্গে বৈঠক ছিল ঋদ্ধির। বৈঠকের পর ঋদ্ধি বলেন, "আমার সঙ্গে যা হয়েছে আমি সব বলেছি বিসিসিআই-কে। ওদের থেকেই আপনারা জানতে পারবেন।"
আরও পড়ুন: ICC Women's World Cup: রবিবার বিশ্বকাপে ভারত-পাক মহারণ, জয়ের ব্য়াপারে আত্মবিশ্বাসী মিতালী
বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল (Rajiv Shukla) শনিবার জানিয়েছেন, সাংবাদিকের সঙ্গে ঋদ্ধির কথোপকথন নিয়ে যাবতীয় তথ্য বোর্ডের কমিটিকে জানিয়েছেন ঋদ্ধি। বোর্ডের তিন সদস্যের যে কমিটি তৈরি করা হয়েছে তাতে রাজীব ছাড়াও রয়েছেন কোষাধ্যক্ষ অরুণ ধামাল এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ সিংহ।