চিরতরে বিদায় নিলেন ফুটবলের মুকুটহীন সম্রাট পেলে (PELE Passes Away)। ৮২ বছর বয়সে তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবল সম্রাটের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মেয়ে কেলি নেসিমেন্তো।
বিশ্বকাপের রেশ এখনও মিলিয়ে যায়নি। তার মধ্যেই বজ্রপাতের মতো নেমে এল 'কালো হীরে' পেলের মৃত্যুসংবাদ।
Pele Death Reaction: চিরঘুমে পেলে, কী বললেন মেসি-নেইমার-এমব্যাপেরা?
২০২১ সাল থেকে অন্ত্রের ক্যানসারে আক্রান্ত পেলে। কাতার বিশ্বকাপের সময় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৯ নভেম্বর তাঁকে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। বিগত বেশ কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। পরিবারের লোকেরা হাসপাতালে তাঁর পাশেই ছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। চিরঘুমে চলে গেলেন পেলে।
‘ফিফা’ ম্যাগাজিনের পাঠক এবং জুরি বোর্ডের বিচারে তিনিই বিংশ শতাব্দীর ‘শ্রেষ্ঠ’ ফুটবলার। দেশের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছেন৷ তিনবার বিশ্বকাপ জয়, বিশ্বকাপে গোলসংখ্যা ১২। ইউরোপের তাবড় তাবড় ক্লাবের অফার ফিরিয়ে ফুটবল জীবনের প্রায় সবটুকু সময় খেলেছেন ব্রাজিলের স্যান্টোসে।
৮২ বছর বয়সে যেন থমকে গেল ফুটবলের এক চলন্ত ইতিহাস। তাঁর বিদায়ে রিক্ত হল, নিঃস্ব হল ফুটবল।