Qatar World Cup Portugal: আর্জেন্টিনার হাতেই কাপ তুলে দিক, বিশ্বকাপ থেকে ছিটকে ক্ষোভ উগরে দিল পর্তুগাল

Updated : Dec 13, 2022 02:52
|
Editorji News Desk

মরক্কোর বিরুদ্ধে হার। বিশ্বকাপ থেকে বিদায়। ফিফা ও রেফারির  উপর ক্ষোভ উগরে দিলেন পর্তুগালের পেপে, ব্রুনো ফার্নান্ডেজরা। পর্তুগালের (Portugal) অভিযোগ, এবার আর্জেন্টিনাকেই বিশ্বকাপ দিয়ে দেওয়া উচিত।

পর্তুগাল ম্যাচে রেফারি ছিলেন আর্জেন্টিনার (Argentina) ফাকুন্দো তেলো। তাঁর বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন পেপে। তিনি জানান, আর্জেন্টিনার রেফারি পর্তুগালের ম্যাচ পরিচালনা করছেন। এটা মানা যায় না। রেফারিং নিয়ে মেসির মুখ খোলার পরই পর্তুগালের ম্যাচে আর্জেন্টিনা রেফারি। পেপের অভিযোগ, দ্বিতীয়ার্ধে মাত্র ৮ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে তাঁদের। এক ধাপ এগিয়ে মুখ খুলেছেন ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandez)। তিনি জানান, ওরা আর্জেন্টিনা হাতেই কাপ তুলে দিতে পারে। এমন এক দেশের রেফারি দেওয়া হয়েছে, যারা এখনও বিশ্বকাপে (Qatar World Cup 2022) আছে। 

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের পর রেফারিং নিয়ে ক্ষোভ জানিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। তিনি জানান, "আমি রেফারি নিয়ে কিছু বলতে চাই না। ওদের যা বলা হয়, তাই করে। কিন্তু ম্যাচের আগে আমরা ভয়ে ছিলাম। আমরা জানতাম, কী হতে চলেছে। যা ভাবছি, তা বলা যাবে না। কিন্তু ফিফার বিষয়টি দেখা উচিত। এই ধরনের খেলায় এরকম রেফারি দেওয়া উচিত নয়। যার এমন ম্যাচ খেলানোর অভিজ্ঞতাই নেই।"

আরও পড়ুন:  পেনাল্টি মিস হ্যারি কেনের, বিদায় ইংল্যান্ডের, সেমিফাইনালে ফ্রান্স

আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজও রেফারিং নিয়ে সরব হয়েছেন। তিনি জানান, আমি জানি না, কেন ১০ মিনিট স্টপেজ টাইম দেওয়া হল। কেন ফ্রি-কিক দেওয়া হল। ওরা কী চেয়েছিল, ড্র হোক। এমির দাবি, "ওই রেফারি পাগল ও আক্রমণাত্মক। কিছু জিজ্ঞাসা করলেই তেড়ে আসছে। স্পেনের মতো আমরাও যাতে ছিটকে যাই, চেয়েছিল।"

Qatar World Cup 2022MessiLionel messiBruno FernandesPortugalArgentina

Recommended For You

editorji | খেলা

Steve Smith Retires : ৯৬ বলে ৭৩, একদিনের ক্রিকেটে থেমে গেল স্টিভ স্মিথের জয়রথ

editorji | খেলা

Virat Kohli : কোহলিয়ানায় ভেসে ক্রিকেট বিশ্ব, King-এর কাছে মাইলস্টোন নয়, ফোকাস ভারতের জয়

editorji | খেলা

India vs Australia: তেইশের বদলা চেজমাস্টার বিরাটের, হার্দিকের ছয়ে শাপমোচন, অজিদের হারিয়ে ফাইনালে ভারত

editorji | খেলা

India Vs Australia : বরুণ বনাম অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে সেট এই রিংটোন

editorji | খেলা

Champions Trophy 2025 : গ্রুপ-এ থেকে চ্যাম্পিয়ন কে হবে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাধিক পরিবর্তনের ইঙ্গিত