বিশ্বকাপে পোল্য়ান্ডের বিরুদ্ধে এখনও হারেনি আর্জেন্টিনা। বুধবার রবার্ট লেওভানডস্কিদের বিরুদ্ধে মাঠে নামার আগে এই পরিসংখ্য়ান স্বস্তি দিতে পারে লিও মেসিকে। শেষবার এই দু দেশ বিশ্বকাপে খেলেছিল ১৯৭৮ সালে। সেই ম্য়াচে জিতেছিল আর্জেন্টিনা। এইটুকু বাদ দিলে কাতারে এই ম্য়াচে নামার আগে পর্যন্ত তেমন কোনও স্বস্তি নেই আর্জেন্টিনা শিবিরে।
উল্টোদিকে পোলিশরা মুখিয়ে আছে এবার বিশ্বকাপের নকআউটে ওঠার জন্য। মেসি যেমন দলকে তাতাচ্ছেন। তেমনই গোটা পোল্য়ান্ড দলকে এক সূত্রে বাঁধার চেষ্টা করছেন রবার্ট লেওভানডস্কিও। গত ম্য়াচেই বিশ্বকাপের প্রথম গোল পেয়েছেন তিনি। আর এই ম্য়াচেও গোল চান লেওভানডস্কি।
দূর্গ সামলে আক্রমণ। দলকে এটাই নির্দেশ আর্জেন্টাইন কোচ স্কোলানির। উল্টোদিকে পোলিশ কোচের নির্দেশ হারানোর কিছু নেই। তাই মন খুলে মাঠে নামতে হবে। এই ম্য়াচের উপরে নির্ভর করেছে আর্জেন্টিনার অনেক কিছু। যদি আর্জেন্টিনা এই গ্রুপ থেকে শীর্ষে উঠে নক-আউটে যায়, সেক্ষেত্রে মেসিদের প্রতিপক্ষ হবে ডেনমার্ক কিম্বা অস্ট্রেলিয়া। আর যদি গ্রুপ রানার্স হয়ে নক-আউটে যায় তখন আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স।