তিন ম্যাচ পর জয়ে ফিরল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ২-০ ব্যবধানে ওড়িশাকে (Odisha FC) হারাল সবুজ-মেরুন ব্রিগেড। ঘরের মাঠে জিতে প্লে-অফে (Play Off) ওঠা কার্যত নিশ্চিত জুয়ান ফেরান্দোদের। জোড়া গোল করলেন দিমিত্রি পেত্রাতোস।
শেষ ৫ ম্যাচে মাত্র একটি ম্যাচে জেতে এটিকে মোহনবাগান। মুম্বই সিটি এফসি, চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে গোল করতে পারেননি লিস্টন কোলাসোরা। এদিন ম্যাচের প্রথম ৩ মিনিটে গোল করে টিমকে এগিয়ে দেন পেত্রাতোস। ৮৩ মিনিটে দ্বিতীয় গোল করলেন তিনি। তবে ম্যাচের ইনজুরি টাইমে লাল কার্ড দেখলেন আশিক।
আরও পড়ুন: পিছিয়ে পড়েও প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়া ওপেনে ট্রফি জয় আরিনা সাবালেঙ্কার
ম্যাচের আগে পয়েন্ট টেবিলে ৫ নম্বরে ছিল এটিকে মোহনবাগান। এই ম্যাচ জিতে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল সবুজ মেরুন ব্রিগেড। সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে আছে হায়দরাবাদ এফসি।