কোপা আমেরিকায় ম্যাচে গোলের বন্যা উরুগুয়ের। ৫-০ গোলের ব্যবধানে বলিভিয়াকে হারাল তাঁরা। মাঠে দাপুটে পারফরম্য়ান্স ডারউইন নুনেজ, রড্রিগো বেনটানকারদের।
প্রথম থেকেই খেলার দখল নিজেদের দিকে রেখেছিল উরুগুয়ে। ৯০ মিনিটের ম্যাচে তাঁদের বল পজিশন ছিল ৬০ শতাংশ। ২৪৮টি পাস খেলেছেন তাঁরা। প্রেসিং ফুটবলে প্রতিপক্ষকে চাপে ফেলাই লক্ষ্য ছিল তাঁদের। প্রথম ৮ মিনিটে গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন ফাকুন্দো পেলিস্ট্রি। ২১ মিনিটে দ্বিতীয় গোল নুনেজের। প্রথমার্ধে খেলা ২-০ স্কোরেই শেষ হয়। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ফের আক্রমণের ঝাঁঝ বাড়ায় উরুগুয়ে। ৭৭ মিনিটে গোল করেন ম্যাক্সিমিলানো আরাউজো। ৮১ মিনিট ও ৮৯ মিনিটে বলিভিয়ার জালে আরও দুই গোল উরুগুয়ের।
প্রথম ম্যাচে পানামাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছিল উরুগুয়ে। দ্বিতীয়া ম্যাচে ৫-০ গোলের ব্য়বধানে জয়। এবার কোপা আমেরিকায় এই টিম যে কতটা আত্মবিশ্বাসী, তা দেখালেন নুনেজরা।