আগামী মরশুমেও ইস্টবেঙ্গলে খেলবেন ক্লেটন সিলভা (Cleiton Silva)। তাঁর সঙ্গে এক বছরের চুক্তি সেরে ফেলল ইস্টবেঙ্গল এফসি। এবার আইএসএলে (ISL 2022-23) ২০টি ম্যাচে ১২টি গোল করেছেন তিনি। লিগ পর্বে সর্বোচ্চ গোলদাতাও তিনি।
এবার ডুরান্ড কাপে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২ গোল করেছিলেন ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা। এর আগে বেঙ্গালুরু এফসি-তে খেলতেন তিনি। ভারতের আসার আগে মেক্সিকো, চিন, থাইল্যান্ডেও খেলেছেন তিনি।
আরও পড়ুন: শনিবার WPL-এর জমকালো উদ্বোধন, পারফর্ম করবেন বলিউড অভিনেত্রী কিয়ারা ও কৃতি
বেঙ্গালুরু এফসির হয়ে দুটি মরশুম খেলার পর ইস্টবেঙ্গলে যোগ দেন তিনি। খারাপ পারফরম্যান্সে জর্জরিত লাল-হলুদ শিবির। কিন্তু দারুণ পারফরম্যান্স করেন ক্লেটন নিজে। ক্লেটনের চুক্তি বাড়ানোর খুশি লাল-হলুদ সমর্থকরা।