ইউক্রেনে(Ukraine) যুদ্ধ ঘোষণা করে ঘোর সঙ্কটে পড়েছে রাশিয়া(Russia)। এবার ফিফা(FIFA) জানিয়ে দিল, আসন্ন কাতার বিশ্বকাপে(Qatar Football World Cup) তারা শুধুমাত্র রাশিয়া(Russia) নামে খেলতে পারবে না। খেলতে হবে ফুটবল ইউনিয়ন অফ রাশিয়া(Football Union of Russia) নামে।
ইউক্রেনের(Ukraine) উপর এই আক্রমণের ফলে রাশিয়ার(Russia) প্রতি ধিক্কার জানিয়েছে বিশ্ব ফুটবলের বেশিরভাগ দেশ। রাশিয়া থেকে ফুটবলের বড় আসর(Football Tournament) সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি, পোল্যান্ড(Poland), ইংল্যান্ডসহ(England) অনেকগুলো দেশ রাশিয়ার(Russia) সঙ্গে খেলবে না বলেও জানিয়েছে। আন্তর্জাতিক ফুটবল সংস্থার(FIFA) সিদ্ধান্ত, ফুটবল ম্যাচে রাশিয়া পতাকা(National Flag) কিংবা জাতীয় সঙ্গীত(National Anthem) ব্যবহার করতে পারবে না।
আরও পড়ুন- Dipa karmakar : আচমকাই নির্বাসিত ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার
সোমবার ইংলিশ এফএ'র(English FA) পক্ষ থেকে জানানো হয়, তারা রাশিয়ার(Russia) বিরুদ্ধে কোনও প্রতিযোগিতায় অংশ নেবে না। ফলে যোগ্যতা অর্জন করলেও ইংল্যান্ডে(England) মহিলা ইউরো কাপে(Women's Euro Cup) রাশিয়ার(Russia) অংশ নেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে।