Badru Banerjee passes away : প্রয়াত অলিম্পিয়ান বদ্রু বন্দ্যোপাধ্য়ায়, বয়স হয়েছিল ৯২ বছর

Updated : Aug 22, 2022 10:41
|
Editorji News Desk

প্রয়াত অলিম্পিয়ান এবং ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক সমর বন্দ্য়োপাধ্য়ায়। ময়দানে তিনি পরিচিত ছিলেন বদ্রু বন্দ্যোপাধ্য়ায় হিসাবে। বয়স হয়েছিল ৯২ বছর। শুক্রবার মধ্য়রাতে এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন। জুলাই মাসের ২৭ তারিখ করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। ভর্তি করা হয়েছিল বাঙ্গুর হাসপাতালে। সেখান থেকে তাঁকে ফের ভর্তি করা হয় এসএসকেএমে। সেই লড়াই থেকে গেল শুক্রবার মধ্যরাতে। 

১৯৫২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সাত বছর মোহনবাগান ক্লাবের হয়ে খেলেছিলেন বদ্রু। ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। তৎকালীন যুগোস্লাভিয়ার কাছে শেষ চারের লড়াইয়ে হেরে যাওয়ায় সেবার আর ফাইনালের ছাড়পত্র পায়নি ভারত। ফুটবলার ও কোচ হিসেবে সন্তোষ ট্রফি জয়ের কৃতিত্ব ছিল তাঁর।

১৯৫২ সালে বদ্রু বন্দ্যোপাধ্যায়কে সই করান হয় সবুজ-মেরুনে। আট মরশুম মোহনবাগানের হয়ে খেলেন তিনি। মেডিকেলের ছাত্র হিসেবে আরজি কর মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। তাঁর পরিবার পড়াশোনার উপরে জোর দিতেন। সেই সময়ে পড়াশোনা ও ফুটবল দুটোই একসঙ্গে চালিয়ে যাচ্ছিলেন বদ্রু বন্দ্যোপাধ্যায়। এভাবে কিছু দিন চলার পরে বদ্রু বন্দ্যোপাধ্যায়কে বেছে নিতে হয় একটা। তিনি ফুটবলকেই বেছে নেন।

 

Indian FootballBadru BanerjeeOlympian

Recommended For You

editorji | খেলা

Steve Smith Retires : ৯৬ বলে ৭৩, একদিনের ক্রিকেটে থেমে গেল স্টিভ স্মিথের জয়রথ

editorji | খেলা

Virat Kohli : কোহলিয়ানায় ভেসে ক্রিকেট বিশ্ব, King-এর কাছে মাইলস্টোন নয়, ফোকাস ভারতের জয়

editorji | খেলা

India vs Australia: তেইশের বদলা চেজমাস্টার বিরাটের, হার্দিকের ছয়ে শাপমোচন, অজিদের হারিয়ে ফাইনালে ভারত

editorji | খেলা

India Vs Australia : বরুণ বনাম অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে সেট এই রিংটোন

editorji | খেলা

Champions Trophy 2025 : গ্রুপ-এ থেকে চ্যাম্পিয়ন কে হবে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাধিক পরিবর্তনের ইঙ্গিত