১ জুন বৃহস্পতিবার থেকে নতুন নামে মোহনবাগান। ATK এর পরিবর্তে এদিন থেকে সবুজ মেরুনের নতুন নাম মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগানের বোর্ড সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেন বাগান সমর্থকেরা। গত ১৮ মার্চ নতুন নামের ঘোষণা করেছিলেন টিম মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এরপর সুপার কাপেও এটিকে মোহনবাগান নাম নিয়েই খেলেছে দল। ৭৫ দিনের মাথায় এবার নতুন নামে সবুজ-মেরুন।
এই শতাব্দী প্রাচীন ক্লাবের নাম পরিবর্তন মার্টিনেজ আসার আগেই। উল্লেখ্য, আগামী ৪ জুলাই মোহনবাগানে আসবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইতিমধ্যেই ক্লাবের জন্য সই করা বল ও জার্সি পাঠিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার।