নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিস(Hugo Lloris Announces Retirement)। সোমবার এক সংবাদমাধ্যমকে একথা জানান তিনি। কেরিয়ারের ১৪৫তম ম্যাচ খেলে অবসরের সিদ্ধান্ত নেন তিনি। তাঁর নেতৃত্বে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে(Russia Football World Cup Winner) চ্যাম্পিয়ন হয় ফরাসীরা। সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপ ফাইনাল উঠেছিল দল। তবে আর্জেন্টিনার(Argentina vs France) কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় এমবাপে-লরিসদের।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এই তারকা ফুটবলার জানান, তিনি বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত। আপাতত টটেনহ্যাম ক্লাবের হয়েই নিজের সবটুকু উজাড় করে দিতে চান লরিস(Hugo Lloris Announces Retirement))।
আরও পড়ুন- Bomb in Flight : বিমানে বোমা রাখার হুমকি ফোন, মস্কো থেকে গোয়াগামী বিমানের জরুরি অবরতরণ গুজরাতে
ফরাসী কোচ দিদিয়ের ডেসচ্যাম্পস(Didier Deschamps) লরিসকে "ফরাসি দলের একজন মহান সেবক" এবং একজন "উল্লেখযোগ্য মানুষ" হিসেবে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, ২০০৮ সালে উরুগুয়ে(Uruguay vs France) ম্যাচে লরিসের জাতীয় ফুটবলে অভিষেক ঘটে।