আগামী মরশুমে বদলে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। নভেম্বরের শেষদিকে বসছে মেগা নিলামের আসর। ঘরের মাঠে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের পর আইপিএল নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। তার কারণও বেশ পরিষ্কার। ক্রিকেটপ্রেমীদের দাবি, আইপিএলে খেলেই ভারতের পিচ সম্পর্কে অভিজ্ঞ সব দেশ। আর আন্তর্জাতিক ক্রিকেটে সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে অন্য দেশগুলি। তবে ১৬ বছর ধরে এখনও জনপ্রিয়তা তলানিতে ঠেকেনি আইপিএলের। তাই এখনও আইপিএল নিলাম এলে তাকিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। এবার মেগা নিলামে অনেক বড় পরিবর্তন হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। প্রত্যাশা ছিল না, এমন ক্রিকেটারদেরও রিলিজ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তার মধ্যে আছেন ঋষভ পন্থ, শ্রেয়স আইয়াররা।
এবার আইপিএল মেগা নিলামের দর উঠবে একাধিক নামী ক্রিকেটারের। তার মধ্যে দলের অধিনায়ককে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। গত মরশুমের চ্যাম্পিয়ন টিম কেকেআর। দলকে প্রথমবার চ্যাম্পিয়ন করার পর কেন শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিল কলকাতা! সূত্রের খবর, আইপিএল জয়ী অধিনায়ক হিসেবে অনেক বেশি আর্থিক চুক্তির জন্য কর্তৃপক্ষকে বলেন শ্রেয়স। এরপরই ৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে KKR। তালিকায় আছেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী। রাখা হয়েছে রিঙ্কু সিং, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে। এই ছয় ক্রিকেটারের জন্য ইতিমধ্যেই ৬৯ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। মেগা নিলামে তাঁদের বাজেট ৫১ কোটি টাকা। নিলাম থেকে বাকি দল সাজাতে হবে। সেটাই চ্যালেঞ্জ টিম ম্যানেজমেন্টের।
এদিকে দলের অধিনায়ক ঋষভ পন্থকে রিলিজ করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। জল্পনা, শ্রেয়স আইয়ারকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছে দিল্লি। সেই শর্তে রাজি হয়েছেন শ্রেয়সও। এদিকে পন্থকে রিলিজ করে নিলামের সব হিসেব পাল্টে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। শোনা গিয়েছে হেড কোচ হেমাঙ্গ বাদানি ও টিম ডিরেক্টর ভেনুগোপাল রাওকে নিয়ে খুশি ছিলেন না ঋষভ। দুদিন ধরে বসবে নিলামের আসর। আর নিলামে সবথেকে বেশি নজর থাকবে ঋষভ পন্থের দিকে। মনে করা হচ্ছে, নিলামে ঋষভ পন্থের দর সব রেকর্ড ভেঙে দিতে পারে। মনে করা হচ্ছে, ঋষভ পন্থের দর শুরুই হবে ২০ কোটি টাকা থেকে। বেশ কয়েকটি টিম পন্থকে দলে নিতে ঝাঁপাবে। পঞ্জাব কিংস নতুন মুখ খুঁজছে। সব ক্রিকেটারকেই ছেড়ে দিয়েছে পঞ্জাব। এদিকে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসও এই তালিকায় আছে। শ্রেয়স ছেড়ে গেলে কলকাতার দায়িত্ব নিতে পারেন ঋষভ পন্থ। এদিকে ঋষভ পন্থকে নিয়ে ভাবছে চেন্নাই সুপার কিংসও। মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসেবে তাঁকে দলে নিতে পারে সিএসকে। তবে কোন ফ্র্যাঞ্চাইজির কাছে কত টাকা বাজেট আছে, তার উপর নির্ভর করেই এগোতে হবে টিমগুলিকে।
এবার মেগা নিলামে প্রথম এত নামী ভারতীয় ক্রিকেটারের নাম রয়েছে। তালিকায় আছেন ভারতের তিন পেসার আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি। নিলামে উঠবেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ফাফ ডুপ্লেসিকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাই নতুন অধিনায়কও নিতে হবে আরসিবি-কে। এদিকে রোহিত শর্মাকে রেখে চমক দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সও। তবে ইশান কিষাণ-সহ একাধিক প্লেয়ারকে ছেড়ে দিয়েছে মুম্বই। পঞ্জাব কিংস মাত্র ২ জন প্লেয়ারকে রিটেইন করেছে। বাকি সবাইকে ছেড়ে দিয়েছে। তাই এবারের নিলামে কোন কোন ফ্র্যাঞ্চাইজি কী কী স্ট্র্যাটেজি নেবে! তার দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।