Kolkata Derby: লখনউয়ে কলকাতা ডার্বি, প্রথমবার ভিনরাজ্যে ইলিশ-চিংড়ির লড়াই, ফুটছে ফুটবলপ্রেমীরা

Updated : Sep 02, 2024 08:36
|
Editorji News Desk

সোমবার লখনউয়ে ফুটবলের ইতিহাস তৈরি হতে চলেছে। কেডি সিং গ্রাউন্ডে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। শতাব্দীপ্রাচীন দুই ক্লাব লখনউয়ের কোনও মাঠে প্রথমবার মুখোমুখি হবে। কলকাতার দুই প্রধানকে নিয়ে উত্তেজিত ফুটবল সমর্থকরা। উত্তরপ্রদেশের মুজফফরনগরের ছেলে সুমিত রাঠি মোহনবাগানে খেলেন। সোমবার ম্যাচে তাঁকেই অধিনায়ক ঘোষণা করেছে সবুজ-মেরুন।

আরজি কর কাণ্ডে ডুরান্ড কাপের ডার্বি ভেস্তে যায়। দুই দলের সমর্থকরাই আরজি কর কাণ্ড নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় প্রতিবাদে নেমেছেন। কিন্তু মাঠে নামলে ইলিশ ও চিংড়ি পরষ্পরের দুঁদে প্রতিপক্ষ। ডার্বির আগে তাই ফুটছেন বঙ্গ ফুটবলপ্রেমীরা। লখনউতে এই ম্যাচের আয়োজক সর্বভারতীয় ফুটবল সংস্থা AIFF। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সঙ্গে যৌথভাবে আয়োজন করা হচ্ছে এই ম্যাচ। সোমবার দুই প্রধানের রিজার্ভ দল মাঠে নামবে। রবিবারই লখনউ পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। সোমবার গিয়েই অনুশীলন সেরে মাঠে নামবে মোহনবাগান। 

এই কলকাতা ডার্বির আবহে উত্তরপ্রদেশের ৭৫টি জেলার ২১,৫৫১টি স্কুলে ফুটবল বিতরণের ব্যবস্থা করেছে AIFF। মোহনবাগানের কোচ ডেগি কার্ডোজো জানিয়েছেন, ডার্বি সব সময়েই সমর্থকদের মনে অন্য আবেগ নিয়ে আসে। যেখানেই খেলা হোক, ডার্বির মাহাত্ম্য আলাদা। তাই এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বাগানের কোচ। 

আর মাত্র ২ সপ্তাহ বাকি। এরপরই শুরু হয়ে যাচ্ছে আইএসএল। এবার শুধু ইস্টবেঙ্গল ও মোহনবাগান নয়, আইএসএলে খেলবে কলকাতার আরও এক প্রধান মহমেডান স্পোর্টিং। ডুরান্ড কাপের ডার্বি বাতিল হওয়ার পর, লখনউয়ে AIFF-এর এই ডার্বি। যা কিছুটা হলেও দুধের স্বাদ ঘোলে মেটাতে পারবেন সমর্থকরা।   

Lucknow

Recommended For You

editorji | খেলা

Steve Smith Retires : ৯৬ বলে ৭৩, একদিনের ক্রিকেটে থেমে গেল স্টিভ স্মিথের জয়রথ

editorji | খেলা

Virat Kohli : কোহলিয়ানায় ভেসে ক্রিকেট বিশ্ব, King-এর কাছে মাইলস্টোন নয়, ফোকাস ভারতের জয়

editorji | খেলা

India vs Australia: তেইশের বদলা চেজমাস্টার বিরাটের, হার্দিকের ছয়ে শাপমোচন, অজিদের হারিয়ে ফাইনালে ভারত

editorji | খেলা

India Vs Australia : বরুণ বনাম অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে সেট এই রিংটোন

editorji | খেলা

Champions Trophy 2025 : গ্রুপ-এ থেকে চ্যাম্পিয়ন কে হবে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাধিক পরিবর্তনের ইঙ্গিত