আগেই শোনা গিয়েছিল, ইপিএলে ক্লাব কিনতে চলেছেন মুকেশ আম্বানি। লিভারপুলের নামই প্রকাশ্যে আসে। সম্প্রতি জানা গিয়েছে, লিভারপুল নয়, ছেলের পছন্দের ক্লাবই কিনতে চাইছে আম্বানি গোষ্ঠী। কিন্তু কোন ক্লাব কিনছেন তাঁরা।
ইংল্যান্ডের একাধিক ক্লাব মালিকানা বিক্রি করতে চাইছে। জানা গিয়েছে, আম্বানির পুত্র আকাশ আর্সেনালের ভক্ত। আন্তর্জাতিক ফুটবল জগতে পা রাখার আগে ছেলের মতামতকে গুরুত্ব দিতে চাইছেন মুকেশ আম্বানি। তাই আর্সেনাল কিনতে চলেছে ভারতীয় ধনকুবের। বর্তমানে আর্সেনালের মালিক ক্রোয়েঙ্কে স্পোর্টস নামে এক মার্কিনি সংস্থা। বেশ কিছুদিন আগে তাঁরা জানান, ক্লাব বিক্রি করতে তৈরি তাঁরা।
মুম্বই ইন্ডিয়ান্স, আইএলএসের সঙ্গে যুক্ত আম্বানি পরিবার। দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের ক্রীড়াজগতের সামনে পা রাখতে চলছে এই পরিবার।