বিশ্বকাপের আগে যেন ফাঁড়া কাটাল। ছুটি কাটিয়ে ফেরার পথে বিপত্তি। বিপাকে পড়েছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেমারের। ব্যক্তিগত বিমানে বোনকে নিয়ে ছুটি কাটিয়ে ফিরছিলেন তিনি। হঠাৎই প্রচন্ড ঝাঁকুনি শুরু হয় তাঁর ব্যক্তিগত বিমানে। দেরি না করে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে ব্রাজিলের উত্তর-পূর্বের একটি ছোট বিমানবন্দরে সেফ ল্য়ান্ড করে নেমারের বিমান। তিনি এবং তাঁর বোন দু জনেই ভাল আছেন।
সামনেই কাতার বিশ্বকাপ। শুরু হয়ে যাবে তাঁর প্রস্ততি। এর মাঝেই বোনকে নিয়ে মায়ামিতে ছুটি কাটাতে গিয়েছিলেন ওয়ান্ডার কিড। যদিও তাঁদের সঙ্গে মায়ামির সমুদ্র সৈকতে বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডিওকে দেখা গিয়েছে বলে দাবি একটি সূত্রের। তবে ফেরার সময় নেমারের সঙ্গে ছিলেন তাঁর বোন রাফায়েলা। ক্য়াবিবিয়ান দ্বীপপুঞ্জ বার্বেডোজ থেকে ওড়ার পর নেমারের বিমানে ঝাঁকুনি অনুভূত হয়। ছোট বিমান হওয়ায় কোনও ঝুঁকি নিতে চাননি পাইলট। সঙ্গে সঙ্গেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
ফরাসি লিগ শেষ হয়ে গিয়েছে। শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি। এই ধকলের পরে সুস্থ আছে নেমার। এই খবরেই স্বস্তি ব্রাজিল-সহ আপামর ফুটবল দুনিয়ার।