শনিবার রাতে ম্যাচের পর সেমিফাইনালে পৌঁছে গেল চারটি সেরা দল। প্রকাশ্যে এসে গেল ফিফার সেমিফাইনাল সূচিও। কবে নামবে আর্জেন্টিনা, কবে খেলবে ফ্রান্স! কখন শুরু হবে খেলা। চলুন দেখে নেওয়া যাক।
কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নামবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন লুকা মদ্রিচরা। এদিকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে জিতে সেমিফাইনালে মেসিরাও। মেসি-মদ্রিচের লড়াই দেখার জন্য মঙ্গলবার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল।
এদিকে দ্বিতীয় সেমিফাইনালে প্রথম দল হিসেবে উঠেছে মরক্কো। পর্তুগালকে হারিয়েছে তাঁরা। ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন ম্যাচ জিতে সেমিফাইনালে ফ্রান্স। বুধবার মধ্যরাতে মুখোমুখি হবে দুই টিম। স্পেন, বেলজিয়াম ও পর্তুগালকে হারানোর পর ফ্রান্সের বিরুদ্ধে কতটা সুযোগ করতে পারেন হাকিমি, ইয়াসিন বুনোরা, সেই অপেক্ষায় প্রহর গুনবে ফুটবলবিশ্ব।