ঘরের মাঠে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক। ফের একবার নিজেদের চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল প্রমাণ করল রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ২-১ গোলে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছল রিয়াল। ফাইনালে তাঁরা বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হতে চলেছে।
বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখকে চাপে রেখেছিল ভিনিসিয়াস জুনিয়ররা। কিন্তু কাজটা মোটেই সহজ ছিল না। মিউনিখের আলফোন্সো ডেভিসের গোলে রীতিমতো পিছিয়ে পড়ে মাদ্রিদ।
আরও পড়ুন - একের পর এক ছক্কা, চলতি মরশুমে নয়া নজির হায়দরাবাদের
ধরে নেওয়া হয়েছিল মাদ্রিদের হার নিশ্চিত। কিন্তু ম্যাচের ৬৮ মিনিটের পর থেকে খেলা ঘুরে যায়। একেবারে শেষ দিকে চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে রিয়ালকে ফাইনালে তোলেন মাদ্রিদের সেমিফাইনালের নায়ক জোসেলু।