ফুটবলের দেশ ব্রাজিল। ২০১৪ সালে সে দেশেই বিশ্বকাপের আসর বসেছিল। সেবার তামাম বিশ্ব দেখেছিল বিশ্বকাপে ব্রাজিলীয়দের আবেগ। ব্রাজিল কিন্তু প্রত্যেকবারই একই আবেগে ভাসে। বৃহস্পতিবার রাতে প্রথম ম্যাচে নামবে ব্রাজিল। তার আগে সেজে উঠেছে রিও। রাস্তায় রাস্তায় গ্রাফিটি। দলের ফুটবলারদের ছবি, সবুজ-হলুদ পতাকা। স্ট্রিট ফুটবল আর সাম্বা ছন্দে ব্রাজিল যেন চেনা মুডে।
দক্ষিণ আমেরিকার এই দেশের পরিচিতিই ফুটবলে। ফুটবলই মনখারাপের ওষুধ, ফুটবলই ভাল থাকার লড়াই। বিশ্বকাপ আসলে তাই বুকে আশা বেঁধে অপেক্ষা করে ব্রাজিলবাসী। রাজধানী রিও-সহ গোটা ব্রাজিলই মেতে ওঠে অন্য উৎসবে। ২০০২ সালে শেষবার বিশ্বকাপ। ২০ বছর, বিশ্বকাপ আসেনি দেশে। তাই এবার আবেগ আর প্রত্যাশা একটু বেশি। নেইমারদের কাঁধেও অনেকটা দায়িত্ব।
আরও পড়ুন: ড্রেসিংরুম পরিছন্ন করে চিরকুটে লেখা ‘ধন্যবাদ’, জাপানিদের শৃঙ্খলা শ্রদ্ধা বাড়াল নেটিজেনদের
২০০৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের ফুটবলটাও অনেকটা বদলে গিয়েছে। হারিয়ে গিয়েছে সাম্বা ছন্দ। এবার বিশ্বকাপে সেই চেনা ছন্দে ফিরুক ব্রাজিল। চাইছেন আপামর ব্রাজিল প্রেমীরা।