স্মরণে আছেন। কিন্তু সঙ্গে নেই। এই প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে নেই দিয়েগো মারাদোনা। তাঁর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে যেন তাঁকে খুঁজছে গোটা আর্জেন্টিনা দল। সৌদি আরবের বিরুদ্ধে হেরে এবারের বিশ্বকাপ শুরু হয়েছে মেসিদের। শনিবার মেক্সিকোর বিরুদ্ধে হেরে গেলে বিপাক আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে গোটা নীল-সাদা শিবির মিস করছেন, তাঁদের ফুটবলের ভগবান মারাদোনাকে।
চার বছর আগেও রাশিয়ার মাঠে ছিলেন মারাদোনা। তাঁর গ্যালারিতে বসে সিগার খাওয়ার ছবিও ভাইরাল হয়েছিল। মাঠে অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। মাঠে আর্জেন্টিনার থেকেও মাঠের বাইরের তাঁর যাবতীয় কীর্তি সংবাদের শিরোনামে এসেছিল। চার বছর পর সব অতীত। তবুও মারাদোনার প্রথম প্রয়াণ দিবসে যেন গুরু মারাদোনাকেই খুঁজছেন শিষ্য মেসি। ২০১০ সালে তাঁদের যুগলবন্দী দেখেছিল ফুটবল দুনিয়া। সেই বিশ্বকাপেও নক-আউট থেকে বিদায় নিয়ে আর্জেন্টিনা। কিন্তু সবার স্মৃতিতে রয়ে গিয়েছিল মেসি-মারাদোনা জুটির কথা।
দু বছর আগের ২৫ নভেম্বর ভারতীয় সময় রাতে হঠাৎ করেই এসেছিল সেই দুঃসংবাদ। প্রয়াত দিয়েগো মারাদোনা। দু বছর কেটে গেলেও মারাদোনা চিরন্তন। এটাই বিশ্বাস করেন আম আর্জেন্টাইনরা। তাঁদের দৃঢ় বিশ্বাস, দেশ বিশ্বকাপ জিতলেই ফিরে আসবেন মারাদোনা।