Kolkata: সত্যি হল না ইস্টবেঙ্গলে খেলার স্বপ্ন, বুকে বল লেগে মৃত্যু তরুণ ফুটবলারের

Updated : Mar 20, 2022 07:10
|
Editorji News Desk


ফুটবল মাঠে আবারও এক তরুণ ফুটবলারের অকালমৃত্যু। ম্যাচ চলাকালীন বুকে বলের আঘাত পান রেলওয়ে এফসি (Railway FC) দলের তরুণ ফুটবলার দেবজ্যোতি ঘোষ (Debojyoti Ghosh)। তার জেরে হার্ট অ্যাকাট হয় তাঁর। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ অবধি বাঁচানো গেল না কলকাতা ময়দানের এই তরুণ প্রতিভাকে। দেবজ্যোতির মৃত্যুতে শোকে বিহ্বল ময়দান। সদ্য সমাপ্ত কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) দারুণ খেলেছিলেন দেবজ্যোতি (Young footballer died)। রেলওয়ে এফসিকে রানার্স করতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। আগামী মরশুমের জন্য তাঁর সঙ্গে কথা বলতে শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal Club)। সব ঠিক থাকলে লাল হলুদ জার্সি গায়ে দেওয়ার কথাও ছিল দেবজ্যোতির। তার আগেই সব শেষ হয়ে গেল।

নদিয়ার (Nadia) ধুবুলিয়ায় (Dhubulia) স্থানীয় ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু(Young football player died) হয় দেবজ্যোতির। অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। আর সংজ্ঞা ফেরেনি। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান।

গত মরসুমে কলকাতা লিগে রেলওয়ে এফসি-র হয়ে খেলেছিলেন দেবজ্যোতি। আগামী মরসুমে তাঁর খেলার কথা ছিল ইস্টবেঙ্গলের (East Bengal Club) হয়ে। কিন্তু বড় দলে খেলার স্বপ্নপূরণ হওয়ার আগেই তাঁর মৃত্যু হল। এই ঘটনায় (Young football player died) শোকের ছায়া।

আরও পড়ুন: UCL: অ্যাটলেটিকোর কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ রোনাল্ডোর

কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবের হয়ে একটি প্রতিযোগিতায় খেলতে নামেন দেবজ্যোতি। খেলার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই ফুটবলারকে আর সুস্থ করে তোলা সম্ভব হয়নি।


কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবের হয়ে একটি প্রতিযোগিতায় খেলতে নামেন দেবজ্যোতি। খেলার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই ফুটবলারকে আর সুস্থ করে তোলা সম্ভব হয়নি।

২০০৪ সালের ৫ ডিসেম্বর বেঙ্গালুরুতে (Bengaluru) ফেডারেশন কাপ ফাইনালে মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মৃত্যু হয় ডেম্পোর (Dempo) ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো জুনিয়রের। ১৯৯৩ সালে কান্নুর সন্তোষ ট্রফি চলাকালীন মৃত্যু হয় রেল দলের সঞ্জীব দত্তের। আবারও ফিরে এল সেই স্মৃতি।

Debojyoti GhoshEast BengalRailway FCFootball

Recommended For You

editorji | খেলা

Steve Smith Retires : ৯৬ বলে ৭৩, একদিনের ক্রিকেটে থেমে গেল স্টিভ স্মিথের জয়রথ

editorji | খেলা

Virat Kohli : কোহলিয়ানায় ভেসে ক্রিকেট বিশ্ব, King-এর কাছে মাইলস্টোন নয়, ফোকাস ভারতের জয়

editorji | খেলা

India vs Australia: তেইশের বদলা চেজমাস্টার বিরাটের, হার্দিকের ছয়ে শাপমোচন, অজিদের হারিয়ে ফাইনালে ভারত

editorji | খেলা

India Vs Australia : বরুণ বনাম অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে সেট এই রিংটোন

editorji | খেলা

Champions Trophy 2025 : গ্রুপ-এ থেকে চ্যাম্পিয়ন কে হবে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাধিক পরিবর্তনের ইঙ্গিত