কলকাতা নাইট রাইডার্সের টানা ১০ বছরের অপেক্ষার অবসান হয়েছে তিনি মেন্টরের দায়িত্ব নিতেই৷ এক দশক পর ফের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। এবার কি জাতীয় দলের কোচ হবেন গৌতম গম্ভীর? এই প্রসঙ্গে মুখ খুললেন গম্ভীর নিজেই।
আইপিএল ফাইনালের পর বিসিসিআই সচিব জয় শাহ হাত মেলান গম্ভীরের সঙ্গে দুজনের মধ্যে বহুক্ষণ কথা হয়। তারপরেই গম্ভীরের নতুন দায়িত্ব নিয়ে জল্পনা আরও বাড়ে। তবে গৌতম জানিয়েছেন, এখনই এই নিয়ে ভাবছেন না তিনি৷
গৌতম জানিয়েছেন, টানা দুমাস কেকেআরের দায়িত্ব সামলাতে গিয়ে মানসিকভাবে খুব ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। আগামী দিনে কী করবেন, তা নিয়ে আপাতত ভাবতে চান না তিনি। নিজের পরিবারই এখন তাঁর কাছে গুরুত্বপূর্ণ। স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ছুটি কাটানোর পরিকল্পনা করছেন গম্ভীর। ক্রিকেট নিয়ে মাথা ঘামাতে মোটেই রাজি নন আপাতত। তবে গম্ভীরের বিশ্বাস, আগামী দিনে আইপিএলের সবচেয়ে সফল দল হয়ে উঠবে কেকেআর।
২০১২ এবং ২০১৪ সালে অধিনায়ক হিসাবে কেকেআরকে আইপিএল জিতিয়েছিলেন গম্ভীর৷ এবার জেতালেন মেন্টর হিসাবে। ২০২২ থেকে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন তিনি৷ এবার কি টিম ইন্ডিয়ার দায়িত্ব? জানা যাবে কিছুদিনের মধ্যেই৷