ঘরের মাঠে বিশ্বকাপ। তবুও স্বস্তি নেই রোহিত ব্রিগেডের। গ্রুপ পর্বের ৯টি ম্যাচ নটি আলাদা ভেন্যুতে খেলবে টিম ইন্ডিয়া। দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে যেতে হবে বিরাট, বুমরাদের। প্রথম তিন ম্যাচেই ৮০০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া হয়ে গিয়েছে। এত লম্বা সফরের ক্লান্তি কীভাবে কাটাচ্ছেন ক্রিকেটাররা।
এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য বিমানবন্দরে বেশি সময় কেটে যায়। তাই বিরাটদের জন্য চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছে বিসিসিআই। ম্যাচ শেষ হওয়ার পরের দিন দুপুরে লাঞ্চ সেরেই রওনা হচ্ছে দল। ধকলের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুশীলনের সময়েও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ম্যাচের দুদিন আগে পর্যন্ত পুরোদমে অনুশীলন চলছে। সবার থাকা বাধ্যতামূলক। কিন্তু ম্যাচের আগের দিন অনুশীলন ঐচ্ছিক রাখা হয়েছে। টাইলে বিশ্রাম নিতে পারেন ক্রিকেটাররা।
ক্রিকেটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। কোনও সমস্যা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্রিকেটারদের জন্য খেলার শেষে আইস বাথের ব্যবস্থাও আছে।