ঘরের মাঠে ম্যাচের সেরা জসপ্রীত বুমরা। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। আর সেই ম্যাচে একাই দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। ৭ ওভারে মাত্র ১৯ রান দেন তিনি। এই হাইভোল্টেজ ম্যাচে একমাত্র মেডেন ওভার ছিল তাঁরই। রোহিতের ব্যাটিংকে ছাপিয়েও তাই সেরা বেছে নেওয়া হয়েছে তাঁকেই। পাকিস্তান ম্যাচের পর বুমরা জানালেন, এমন বল করায় ওয়াকার ইউনিস ও ওয়াসিম আক্রমই তাঁর প্রেরণা।
ম্যাচের পর বুমরা জানান, স্লো উইকেট। জাদেজার বল ঘুরছিল। তাই গতি কমিয়ে দিয়েছিলেন তিনি। তাতেই সাফল্য এসেছে। বলে সুইং হয়। সেই স্ট্র্যাটেজি কাজে লেগে যায়। ওয়াকার ইউনিস ও ওয়াসিম আক্রমকে এমন ম্যাজিকাল ডেলিভারি করতে দেখেছি। তাঁদেরকে দেখেই শিখেছেন তিনি, জানালেন বুমরা।
আহমেদাবাদের ঘরের ছেলে বুমরা। পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে তাঁর এই পারফরম্যান্স ক্রিকেটের রেকর্ডবুকে তো থাকবেই। থেকে যাবে গ্যালারির দর্শকদের মনের চিলেকোঠাতেও। তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়েই মাত্র ১৯১ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। খোলা মনে রান তাড়া করে বাবর ব্রিগেডকে হারায় টিম ইন্ডিয়া।