বিশ্বকাপ ফাইনালে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। ৬ মাস আগে আইপিএল চলাকালীনই ভবিষ্যদ্বানী করেছিলেন মিচেল মার্শ। শুধু তাই নয়, কত রান করবে দুই দল, তাও বলে দিয়েছিলেন। রবিবার আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালের আগে মার্শের সেই বক্তব্যই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
মার্শের প্রথম ভবিষ্যদ্বাণী সত্যিই মিলে গিয়েছে। ভারতে বিশ্বকাপের মঞ্চে অষ্টমবার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্বজয়ী টিম প্যাট কামিন্সের নেতৃত্বে মাঠে নামবে। ভারত এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপ ফাইনাল খেলবে। মার্শের দ্বিতীয় ভবিষ্যদ্বাণী, ফাইনালে অস্ট্রেলিয়া ২ উইকেটে ৪৫০ রান তুলবে। ভারত ৬৫ রানে অলআউট হবে। মার্শের এই বক্তব্য নিয়েই নেটিজেনরা কটাক্ষ করেছেন। ভারত টানা ১১ ম্যাচ জিতে ফাইনালে গিয়েছে। ফাইনালে কি ভেঙে পড়বে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ!
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভারতের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে এই মুহূর্তে চাপে রাখা যে কোনও বিপক্ষের কাছেই কঠিন। টানা ১১ ম্যাচ জিতে ঘরের মাঠে অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া। ক্রিকেটমহলের মতে, মার্শ নিজেও ভাল করে জানেন, এই ভারতকে আটকাতে হবে, অলৌলিক কিছু করতে হবে অস্ট্রেলিয়াকে।