এই প্রথম ক্রিকেট খেলতে কলকাতায় এলেন পাক অধিনায়ক বাবর আজম। সেইসঙ্গে প্রায় নিঃশব্দে চলে এল পাকিস্তান দল। শনিবার বিকেলে চেন্নাই থেকে কলকাতায় আসেন শাহিন শাহ আফ্রিদিরা। ঠিক সাত বছর পর ফের ইডেনে ক্রিকেট খেলবে পাকিস্তান। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মাঠে ভারতের বিরুদ্ধে খেলছিল তারা। ৩১ অক্টোবর বিশ্বকাপের ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ।
এদিকে, পাক ক্রিকেটের অন্দরে ফের নাকি বাবর বনাম শাহিন শাহ আফ্রিদি। চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর এই দাবি পাক সংবাদমাধ্যমের। কারণ, বাবরকে অধিনায়ক হিসাবে ছাঁটা হবে। যা একপ্রকার নিশ্চিত। তাঁর বদলি হিসাবে অধিনায়ক হতে পারেন শাহিন শাহ। আর এখান থেকেই ঝামেলা শুরু।
পাক সংবাদমাধ্যমের খবর, ইতিমধ্যেই দলের মধ্যে মেরুকরণ হয়ে গিয়েছে। অর্ধেকের বেশি ক্রিকেটার শাহিনের পাশে দাঁড়িয়েছেন। যা জেনেও কিছুই করতে পারছেন না বাবর। এমনকী, বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর দূরত্ব বেড়েছে পাক অধিনায়কের সঙ্গে পিসিবি প্রধান জাকা আশরফের।
বিশ্বকাপে এই প্রথম চারটি ম্যাচে হার। তাও আবার ভারতের মাটিতে। অনেক প্রাক্তনই বাবরদের এই ব্যর্থতা হজম করতে পারছেন না। তাই তাঁরা ধরে নিচ্ছেন, এবারের মতো বিশ্বকাপ শেষ পাকিস্তান।