সেই ছেলেবেলার কথা। চেয়েছিলেন সাত। পেয়েছিলেন সাতাত্তর। সেই তবে থেকে পিঠে ডবল সেভেন বয়ে বেড়াচ্ছেন তিনি। এই বিশ্বকাপের মধ্যে এসে তা এবার খোলসা করলেন ভারতীয় ক্রিকেটার শুভমান গিল। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তাঁর সাতের প্রতি একটা প্রেম ছিল। তাই অনুর্ধ্ব উনিশের ম্যাচে জার্সি নম্বর হিসাবে সাত নম্বর চেয়েছিলেন। কিন্তু পেয়েছিলেন জোড়া সাত।
পছন্দ করেন বিরাটকে। তবে আর্দশ সচিন। তা-ও এই বিশ্বকাপের মাঝে খোলসা করেছেন শুভমন। গত আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন। কিন্তু ঘরের মাঠে বিশ্বকাপে এখনও পর্যন্ত দানা বাঁধতে পারেনি তাঁর ব্যাট। ডেঙ্গির কারণে প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি। গত চার ম্যাচেও খুব একটা বেশি কিছু করতে পারেননি শুভমন।
দোসরা নভেম্বর বিশ্বকাপ জয়ের ওয়াংখেড়ে মাঠে নামবে ভারত। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১২ বছর আগে তাদের হারিয়েই বিশ্বকাপ জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এই ম্যাচে এখন বড় রান চাইছেন ভারতীয় ক্রিকেটের ডবল সেভেন শুভমন গিল।