ভারতীয় দলে সুযোগ না পেলে রঞ্জি ট্রফি খেলবেন কেন? এক সাক্ষাৎকার মাধ্যমে এবার BCCI এর কাছে এই প্রশ্নই রাখলেন শিখর ধাওয়ান। একই সঙ্গে উঠে এল তাঁর অবসর নিয়েও জল্পনা। বোর্ডের নতুন নিয়মে টেস্ট ম্যাচ খেলতে হলে কোনও ক্রিকেটারকে রঞ্জি ট্রফি খেলে আসতে হবেই। কিন্তু গত ৫ বছর ভারতীয় টেস্ট দলে সুযোগই পাননি ধাওয়ান। এমনকি ব্রাত্য টি-২০ থেকেও। এই পরিস্থিতিতে ধাওয়ানের দাবি, তিনি জানেন তাঁর টেস্ট কেরিয়ার শেষ। তাই অহেতুক রঞ্জি খেলে কোনও লাভ নেই বলেই মনে করেন এই বাঁহাতি ক্রিকেটার।
যদিও ঘরোয়া টি-২০ ও একদিনের ম্যাচে নিজেকে এখনও ব্যস্ত রাখতে চান এই অপেনার। চুটিয়ে খেলতে চান IPL। কিন্তু সেখানেও প্রশ্ন। কারণ সেটাও যে বেশিদিন চলবে এমনটা নয়।
নিজের বয়স সম্পর্কেও সচেতন দিল্লির এই ক্রিকেটার তাই মনে করছেন একদিন ও টি২০ তেও হয়ত তিনি আর খুব বেশিদিন থাকতে পারবেন না।