বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে রীতিমতো ধরাশায়ী হয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোং। চিন্নাস্বামীতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সর্বনিম্ন টোটাল। প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যায় টিম। লজ্জার নজির তৈরি করে ভারত। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটাররা কামব্যাক করলেও সেই লড়াই পর্যাপ্ত ছিল না। চিন্নাস্বামীতে পঞ্চম দিন ১০৭ রানের লক্ষ্যমাত্রা সহজেই তুলে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় কিউয়ি ব্রিগেড। বেঙ্গালুরু টেস্টে ভারতকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। গত ৩৬ বছরে ভারতের মাটিতে কিউয়ি দলের এটাই প্রথম জয়। এর আগে ১৯৮৮ সালে নিউজিল্যান্ড সর্বশেষ টিম ইন্ডিয়াকে ভারতে হারিয়েছিল। প্রথম টেস্টে লজ্জার হারের পর স্বভাবতই দ্বিতীয় টেস্টের আগে বিপুল চাপে টিম ইন্ডিয়া।
তবে, ভারতীয় দলের পক্ষে দ্বিতীয় টেস্টের আগে একটাই সুখবর। শোনা যাচ্ছে, পুনে টেস্টেও দলের অন্যতম ভরসা কেন উইলিয়ামসনকে প্রথম একাদশে পাবে না কিউয়িরা। প্রথম টেস্টে কেন উইলিয়ামসনের অভাব ঢেকে দিয়েছিলেন বাকি ব্যাটাররা। পুনে টেস্টে অবশ্য় পরিস্থিতি কিছুটা পাল্টে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিউজিল্যান্ড প্রথম টেস্ট জিতলেও পুনেতে যদি স্পিন সহায়ক পিচ হয়, সেক্ষেত্রে চাপে পড়তে পারে তারা। শ্রীলঙ্কায় স্পিন সহায়ক পিচে নাকানিচোবানি খেয়েছিল নিউজিল্যান্ড। স্পিনের বিরুদ্ধে দুর্দান্ত খেলেন উইলিয়ামসন। সেদিক থেকে কিছুটা সমস্যায় পড়তে পারে নিউজিল্যান্ড, এমনটাই মনে করছে ওয়াকিবহালমহল।
অন্যদিকে, দ্বিতীয় টেস্টে ভারতের হয়ে খেলতে পারবেন শুভমান গিল। হাঁটুর চোটের সমস্যা কাটিয়ে মাঠে নামবেন টিম ইন্ডিয়ার অন্যতম বড় ভরসা ঋষভ পন্থও। সাংবাদিক সম্মেলনে এসে এই কথা জানালেন ভারতের সহকারি কোচ রায়ান টেন দুশখাতে। তবে তিনি ইঙ্গিত দিলেন, ১৫০ রানের ইনিংস খেলেও হয়তো প্রথম একাদশ থেকে বাদ পড়বেন সরফরাজ খান। কে এল রাহুল ফর্মে না থাকলেও এখনও তাঁর প্রতি ভরসা সরছে না টিম ইন্ডিয়ার।
যদিও, নেট প্র্যাকটিসের সময় শুভমন গিলের একটু অস্বস্তি হচ্ছিল বলে জানা গিয়েছে। ওয়াকিবহালমহলের মতে, যদিও দু-দিনের প্র্যাক্টিসে গিলের একশো শতাংশ ফিটনেস না দেখে গৌতম গম্ভীর কিংবা রোহিত শর্মা যে সিদ্ধান্ত নেবেন না। চোট নিয়ে খেলা মানেই ঝুঁকি বাড়বে। ফের বিপদে পড়তে পারে মেন ইন ব্লু।
যদি, শুভমন খেলেন, তাহলে বিরাট কোহলির ফের টেস্টে চার নম্বরে ব্যাট করার সম্ভাবনা প্রবল। যে চার নম্বরেই সবথেকে বেশি মনে রাখার মতো ইনিংস এতদিন খেলেছেন 'কিং কোহলি'।