সেঞ্চুরিয়ানে সফল না হলেও, কেপটাউনে নিজের সেরাটা দিয়েছেন মহম্মদ সিরাজ । এক ম্যাচে একাই ৬ উইকেট । যে কোনও বোলারের কাছে তা স্বপ্নের মতো । শুধু তাই নয়, ৯ ওভারে মাত্র ১৫ রান দিয়েছেন প্রোটিয়াদের । বুধবার টেস্ট জীবনের সেরা বোলিং করেছেন সিরাজ, যাঁর সাক্ষ্মী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা । কিন্তু, কীভাবে এই সফলতা পেলেন সিরাজ ? ম্যাচের পর এই বিষয়ে মুখ খুলেছেন হাদরাবাদের বোলার ।
সিরাজের কথায়, সেঞ্চুরিয়ান টেস্ট থেকে শিক্ষা নিয়েই সফল হয়েছেন । তিনি জানিয়েছেন, কেপটাউনের পিচ সেঞ্চুরিয়ানের মতোই । আগের ম্যাচে কোথায় কোথায় ভুল করেছিলেন, তা চিহ্নিত করে পরিকল্পনা সাজিয়েছিলেন সিরাজ । তাতে তিনি সফল হয়েছেন । একইসঙ্গে তাঁকে সবসময় উপদেশ দেওয়ার জন্য তিনি কে এল রাহুল ও বুমরাকে ধন্যবাদ জানিয়েছেন সিরাজ ।
কেপটাউনের ম্যাচে তাঁরা নতুন কী করেছেন ? প্রশ্নের উত্তরে সিরাজ বলেন, ' আমি ও বুমরা জুটিতে বল করেছি এবং প্রচুর মেডেন দিয়েছি। আগের ম্যাচের থেকে অনেক বেশি মেডেন হয়েছে। যে কোনও টেস্টেই পর পর মেডেন হতে থাকলে ব্যাটারদের পক্ষে বেশ চাপ হয়ে যায়।'