দাবার অলিম্পিয়াডে বুদাপেস্টে ইতিহাস ভারতের। দু'বছর আগে দেশের মাটিতে যে টুর্নামেন্টে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল, সেখানেই প্রথম বার ওপেন বিভাগে সোনা জিতলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ, ডি গুকেশরা। পুরো রাউন্ডের খেলা শেষ হওয়ার আগেই চ্যাম্পিয়ন হয়ে যায় ভারত। সোনা জেতে ভারতের মহিলা দলও। এই জয়ের পরেই ভারতীয় দলের অভিনব সেলিব্রেশনের সাক্ষী থাকল দাবা অলিম্পিয়াডের মঞ্চ!
দলগত ভাবে দুই বিভাগে সোনা জেতার পর ট্রফি নিয়ে ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন রোহিত শর্মার মতো সেলিব্রেশন করেন তানিয়া-গুকেশরা। চলতি বছর টি-২০ বিশ্বকাপ জেতার পর এক বিশেষ কায়দায় রোহিত ট্রফি হাতে তুলে নেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এ বার নেটদুনিয়ায় ঘুরছে হিটম্যানের স্টাইলে ভারতীয় দাবাড়ুদের সেলিব্রেশনের ভিডিয়ো।
উল্লেখ্য, স্লোভেনিয়ার বিরুদ্ধে শেষ রাউন্ডের আগে ভারতের পয়েন্ট ছিল ১০ রাউন্ডে ১৯। দ্বিতীয় স্থানে ১৭ পয়েন্ট নিয়ে ছিল চিন। শেষ রাউন্ডে আমেরিকার বিরুদ্ধে দু’টি খেলায় পয়েন্ট নষ্ট করে চিন। তখনই ভারতের সোনা প্রায় নিশ্চিত হয়ে যায়।
স্লোভেনিয়ার বিরুদ্ধে শুরুটা করেছিলেন বিশ্বের তিন নম্বর গুকেশ। ভ্লাদিমির ফেদোসিভের বিরুদ্ধে কালো ঘুঁটি নিয়ে খেলেন তিনি। ভ্লাদিমির লড়াই করেও ভারতের ১৮ বছর বয়সি গুকেশের সোনাজয় আটকাতে পারেননি।
দাবা অলিম্পিয়াডের ইতিহাসে ভারতের জোড়া সোনা এই প্রথম বার। এর আগে ভারতের পুরুষ দল ২০১৪ ও ২০২২ সালে ব্রোঞ্জ পেয়েছিল। ২০২২ সালে ব্রোঞ্জ জিতেছিল ভারতের মেয়েরা।