২০২৩ সালের আইপিএলের নিলামের আসর বসবে চলতি বছরেই। বোর্ডের এক সূত্র থেকে একটি ওয়েবসাইটের মাধ্যমে দাবি করা হয়েছে এমনটাই। জানা গিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে হবে আইপিএল ২০২৩-এর নিলাম। যদিও, এই নিলাম চলতি বছরের শুরুর মতো মেগা সাইজের হবে না। প্রায় সমস্ত বড় ক্রিকেটারকেই কিনে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। খুব গুরুত্বপূর্ণ নাম থাকার সম্ভাবনা বেশ কমই এই নিলামে। ফ্র্যাঞ্চাইজিদের ক্ষেত্রে একটাই সুখবর। তারা এবারে ৯০ কোটির বদলে ৯৫ কোটি টাকা নিয়ে নিলামে অংশগ্রহণ করতে পারবে।
তবে, এই মিনি নিলামে কোনও দলই পুরো অর্থ নিয়ে নামতে পারবে না। সেক্ষেত্রে নিলামের আগেই সব দলকে প্লেয়ার ঝাড়াই বাছাই করতে হবে। এরপর নিলাম থেকে তারা নতুন প্লেয়ার নিতে পারবে।
খেলোয়াড়দের ট্রান্সফার উইন্ডো সম্পর্কে এখনও খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। পরের মরশুমে কোনও খেলোয়াড়কে এখনও দলে রিটেন করা হয়নি। নিলাম প্রক্রিয়া শুরু হওয়ার এক সপ্তাহ আগে পর্যন্ত ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে বলে খবর।আআ