চিপকে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সানরাইজার্স হায়দরাবাদের (SRH)। আইপিএল ফাইনালে প্রথম একাদশে একটি পরিবর্তন করেছেন অধিনায়ক প্যাট কামিন্স। সামাদের পরিবর্তে টিমে এসেছেন বাংলার শাহবাজ আহমেদ। তবে সামাদকে ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রাখা হয়েছে। এদিকে প্রথম একাদশে কোনও পরিবর্তন করেননি নাইট (KKR) অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। প্রথম ওভার থেকেই বিধ্বংসী স্টার্ক (Mitchell Starc)। প্রথম ২ ওভারেই ২ উইকেট তুলে নিলেন তিনি। উইকেট হারিয়ে চাপে সানরাইজার্স।
এলিমিনেটর ম্যাচে যে উইকেটে খেলা হয়েছে, তা সম্পূর্ণ আলাদা। রবিবার ফাইনালে লাল মাটির উইকেটে খেলা। নাইট অধিনায়ক শ্রেয়স জানিয়েছেন, তাঁরা টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিতেন। অনেক ক্রিকেটারের জীবনে প্রথম আইপিএল ফাইনাল। তাই স্নায়ুর চাপ থাকবে। শ্রেয়সের মতে, সেই বাধা কাটিয়ে এই ম্যাচ জেতাই তাঁদের লক্ষ্য।
সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স (Patt Cummins) জানান, একটা নির্দিষ্ট প্য়াটার্ন আর স্টাইলে খেলছে টিম। ফাইনালে সেই পরিকল্পনা কাজে না লাগলেই মুশকিল। কামিন্সের মতে, ফাইনালের পিচ অন্যরকম। এই ম্যাচে শিশিরের সমস্যায় ভুগতে হবে না বলেও মনে করছেন কামিন্স।