ইতিহাস গড়লেন যশপ্রীত বুমরা। প্রথম ভারতীয় পেসার এবং চতুর্থ ভারতীয় বোলার হিসেবে আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিং-এ শীর্ষস্থান দখল করলেন টিম ইন্ডিয়ার পেস ব্যাটারির এই স্তম্ভ। ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনম টেস্টে বল হাতে রীতিমত আগুন ঝরিয়ে দু'ইনিংস মিলিয়ে ৯ উইকেট তুলে নিয়েছিলেন বুমরা। তার ঠিক পরেই এল ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে এই স্বীকৃতি। আইসিসি'র র্যাঙ্কিং-এ বুমরার এই উত্থানের ফলে গত মার্চ মাস থেকে প্রথম স্থান অধিকার করে থাকা রবিচন্দ্রন অশ্বিন কয়েক ধাপ নেমে গেলেন।
বুমরা ও অশ্বিন ছাড়া যথাক্রমে প্রয়াত ভারতীয় ক্রিকেটার বিষেণ সিং বেদি ও রবীন্দ্র জাদেজা এর আগে আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিং-এ শীর্ষস্থানে ছিলেন।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শুরু থেকেই কার্যত একের পর এক রেকর্ড ভাঙার খেলায় মেতেছেন বুমরা! এর আগে ৯০ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৯১ রানে ৯ উইকেট নেন আমদাবাদের এই ডানহাতি পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের মাটিতে কোনও ভারতীয় পেসারের করা সেরা বোলিং। তার আগে ১৯৩৪ সালে চেন্নাইয়ে এল অমর সিংহ ১৪১ রানে ৮ উইকেট নিয়েছিলেন। বিশাখাপত্তনম টেস্টের আগে পর্যন্ত সেটিই ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্টে কোনও ভারতীয় বোলারের সেরা ফিগার। সেই রেকর্ডও ভেঙে দেন বুমরা।