Kolkata Knight Riders : নতুন মেন্টরের নাম ঘোষণা KKR-এর, গম্ভীরের পরিবর্ত হিসেবে কাকে বেছে নিলেন শাহরুখ ?

Updated : Sep 27, 2024 11:36
|
Editorji News Desk

চলতি বছরের শেষে হতে পারে আইপিএলের মেগা নিলাম  । তার আগে নতুন মেন্টরের নাম ঘোষণা করে দিল কেকেআর । সদ্য অবসরপ্রাপ্ত বিদেশি খেলোয়াড়ের উপর আস্থা রাখল কেকেআর । উল্লেখ্য, গৌতম গম্ভীর জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে কেকেআরের মেন্টর কে হবেন, তা নিয়ে জোর জল্পনা চলছিল । গম্ভীরের পরবর্তী হিসেবে  রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস-সহ একাধিক নাম সামনে আসছিল । অবশেষে নতুন মেন্টর খুঁজে নিল কেকেআর । গৌতম গম্ভীরের পরিবর্ত হিসেবে ডোয়েন ব্র্যাভোকে বেছে নিল কেকেআর ।

কলকাতা নাইট রাইডার্সের তরফে একটি পোস্ট করা হয় এক্স হ্যান্ডেলে । সেখানে নাইট রাইডার্সের জার্সিতে নজর কাড়ছেন ব্র্যাভো । ক্যাপশনে লেখা, "আমাদের নতুন মেন্টর, ডিজে 'স্যার চ্যাম্পিয়ন' ব্রাভো । সিটি অফ চ্যাম্পিয়নসে স্বাগত ।" আইপিএলের গত মরসুমে কেকেআরে কামব্যাক হয় গৌতম গম্ভীরের । মেন্টর হিসেবে প্রায় ১২ বছর পর দলকে জয়ের স্বাদ এনে দিয়েছিলেন গম্ভীর । তারপর ভারতীয় দলের কোচের পদে নিযুক্ত হন গম্ভীর । এতদিন কেকেআরের মেন্টরের জায়গাটা ফাঁকাই ছিল । এবার দলের মেন্টরে জায়গা করে নিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার । সদ্য সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ব্র্যাভো । তিনি জানিয়েছিলেন, কোচিং কেরিয়ারেই মন দিতে চান ব্র্যাভো । 

অবসরের ঘোষণার পর নতুন ভূমিকায় ব্র্যাভো । কেকেআরের নতুন মেন্টর বলেন, 'গত ১০ বছর ধরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আমি ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছি। বিভিন্ন দেশের লিগে কখনও নাইট রাইডার্সের হয়ে, কখনও তাদের বিপক্ষে খেলেছি। যে ভাবে ওরা দল পরিচালনা করে তা শেখার মতো। দলের প্রতি মালিকদের আবেগ, দায়বদ্ধতা, পেশাদারিত্ব এবং পরিবারের মতো আন্তরিক ব্যবহার খুবই ভাল লাগে। খেলা ছাড়ার পর আগামী প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার এটাই সেরা জায়গা।'

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং গুজরাত লায়ন্সের হয়ে খেলেছেন ব্র্যাভো । চেন্নাই সুপার কিংসের কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন। আফগানিস্তানের জাতীয় দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন । সব দল মিলিয়ে টি-২০-তে ৫৮২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ব্রাভো-র । 

Kolkata Knight Riders

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!