সেমিতে কার্যত ঝড় তুলেছিল ‘মেন ইন ব্লু’, ওয়াংখেড়ে থেকেই ফাইনালের টিকিট পাকা করে ফেলেছেন বিরাট, শামি, আইয়াররা। খেলা চলাকালীন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিলেন মাধুরী দীক্ষিত। সচক্ষে রূপকথার ইনিংস দেখেছেন বিরাটের।
ফাইনালে ওঠার জন্য টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিরাটকেও সচিনের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ৫০টি সেঞ্চুরি করার জন্য পিঠ চাপড়ে দিয়েছেন মাধুরী।
মাধুরী লম্বা নোটে লিখেছেন, অভিনন্দন টিম ইন্ডিয়া। নীল জামা গায়ে আমাদের ছেলেরা কী ভাল খেলেছেন। শামির ম্যাচ হাতে নেওয়া, বিরাটের রেকর্ড ব্রেক, আইয়ারের সেঞ্চুরি সব দেখেই আপ্লুত তিনি। খেলা দেখতে মাধুরীর সঙ্গে গিয়েছিলেন তার স্বামী ডাঃ শ্রীরাম নেনে।
এরপর বলিউডের এভারগ্রীন ডিভাকে অনুষ্কা শর্মা, ভিকি কৌশল এবং কুণাল খেমু, ডেভিড বেকহ্যাম, রজনীকান্তদের সঙ্গে পোজ দিতে দেখা যায়।